কবিতা
দিনগুলো কাটছে কেমন?
মেঘে ঢাকা তারা যে-ম-ন।
আশায় আশায় প্রহর কাটে
আঁধার কবে যাবে কেটে?
রাতের পরে দিন আসে
দিনের পরে আসে রাত।
কাটছে দিন দুর্গোম সময়ের
বুঝিনা রাত দিনের তফাৎ।
চার দেওয়ালে বন্দী জীবন
সেচ্ছায় চলছে যেন কারাবাস।
মুক্ত হয়ে ঘুরতে গেলে
জুটবে কপালে চরম সর্বনাশ।
আতংকে কাটছে সবার নিশিদিন
সর্বনাশী মহামারী রবে কতদিন?
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]