ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ২১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মোসা ওই জরিমানা করেন। অরুয়াইল ক্যাম্প ইনচার্জ বাপন চক্রবর্তী (এসআই) বলেন,অরুয়াইল উত্তর বাজারে বাছির মিয়া(৫০) নামে এক মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই করে প্রতি কেজি মাংস ৫০০ টাকা দরে বিক্রি করছিলেন। এলাকাবাসী এ বিষয়ে জানালে ৭০ কেজি মাংসসহ বাছির মিয়াকে আটক করে ইউএনও অফিসে নিয়ে যায়। সেখানে সরাইল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.জাহাঙ্গীর আলম অসুস্থ প্রাণির মাংস সনদ দিলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মোসা অসুস্থ গরুর মাংস বিক্রি করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মাংস বিক্রেতা বাছির মিয়া পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের পূর্বপাড়ার আফির উদ্দিনের ছেলে।
এসআই বাপন চক্রবর্তী আরো বলেন, অভিযুক্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ গরুর মাংসগুলো জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রুপ।
স্টাফ রির্পোটার
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]