বুধবার ভোর ৫:১৪, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই নভেম্বর, ২০২৪ ইং

রিফাত রাজের কবিতা “সুখ”

৭৯৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আমার এই দু:খ নামক সুখ সাগরে

সাতার দিতে ক’জন পারে।
আমার এই বেহায়া দু:খ নামক সুখের পিছে
ক’জন ছুটে।
আমার এই দু:খ নামক সুখের ভেলায়
ক’জন চড়ে।
আমার এই ভন্ড সুখের আশায়
ক’জন দু:খের পিছু ছুটে।
আমার এই আকাঁশ ছোঁয়া দু:খটাকে
ক’জন সুখে পরিনত করে।
আমার এই দু:খ সাগরের তীর ঘেষে
ক’জনই বা হেটে চলে।
আমার এই অভাগা সুখটাকে,
ক’জনই বা উপভোগ করে।
আমার এই বাচাল সুখের প্রেমে পরে
ক’জনই বা ছ্যাকা খায়।
আমার এই মিথ্যে সুখের কথায়
ক’জনই বা বিরক্ত হয়।
আমার এই কল্পনারই সুখের খোঁজে
ক’জনই বা স্বপ্ন দেখে।
আমার এই বিষন্ন সুখের কাটায়
ক’জনই বা ফোঁড়ন কাটে।
আমার এই মুমূর্ষ সুখের পিছে
ক’জনই বা পিষ্ট হয়।
আমার এই বিমর্ষ সুখের দু:খে
ক’জনই বা কান্না করে।
আমার এই অসহ্য সুখের যন্ত্রণাতে
ক’জনই বা চিৎকার করে।
আমার এই স্বপ্নে দেখা সুখের দিকে
ক’জনই বা হেসে উঠে।
আমার এই বিশাল সুখের জাহাজে
নাবিক হতে ক’জন পারে।
আমার এই দু:খ সুখের নৌকায়
ক’জনই বা মাঝি হয়।
আমার এই রিলিজ হওয়া সুখ সিনেমায়
ক’জনই বা অভিনয় করে।
আমার এই নিরস্ত্র সুখের খোঁজে
ক’জনই বা যুদ্ধ করে,
আমার এই নিষঙ্গ সুখের সাথে
ক’জনই বা আলিঙ্গন করে।
আমার এই ছদ্মবেশী সুখের আশায়
কষ্টগুলো পাহাড় চাপা।
আমার এই পাহাড় সমান দু:খগুলো
সুখের নেশায় আত্মহারা।

#####

Some text

ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি