শুক্রবার সন্ধ্যা ৭:৫৭, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

ভোলার বোরহানউদ্দিনে অপহরণের দুইদিন পর কলেজ ছাত্র সুমনের লাশ উদ্ধার, আটক ১

৫৮০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অপহরণের দুই দিন পর সুমন(২৫) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সাথে জড়িত থাকা মিঠু নামক এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২জুন) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়ন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সুমন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে। সে ভোলা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক জানান, গত ২০ জুন সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় সুমন বন্ধুদের সঙ্গে আড্ডায় ছিলো। এসময় একটি ফোন কল এলে সুমন সেখান থেকে চলে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সুমন। পরে হতাশাগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ (জিডি) করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্রাকিং করে মিঠু নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত মিঠুর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পানের বরজের মাটি খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মিঠু সুমনকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে গত শনিবার প্রবীর নামক এক ঔষধ ব্যবসায়ীকে হত্যা করে তার সাথে থাকা পাঁচ লক্ষ টাকা ছিনতাই করা হয়।
এর একদিন না যেতেই আবার সুমন হত্যাকাণ্ডের এমন ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি