রবিবার সকাল ৮:৫৫, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

“তোমার পথ চেয়ে”

৪৯৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

“তোমার পথ চেয়ে ”
——– গীতি গমন চন্দ্র রায় গীতি

পথ চেয়ে ছিলাম কাল সারাদিন,
তুমি আসবে বলে কেন আসনি কাল।
সে কথা কি করে বোঝাবো তোমায়,
তোমার জন্য ছিল এক উপহার।।

তুমি আসবে বলে দিব প্রেম উপহার,
সাথে ছিল আমার ফুটন্ত গোলাপ।
খুব যত্নে কিনেছি তোমার জন্য,
তোমাকে দিয়ে প্রেমে হবো ধন্য।।

ওগো প্রাণ সজনি কাল কি ভালবাসনি,

কথা দিয়েছিলে তুমি আসবে সেথায়।
কেন তুমি আসনি দাওনি কাল দেখা,
পথ চেয়ে থাকতে পেয়েছি কত ব্যাথা।।

আমি ভালবাসি তোমায় মনপ্রাণ ভরে,

তুমি ভালবাস আমায় বলছ সত্যিকরে।
তবে তুমি আসলে না কষ্ট শুধু দিলে,
জীবনের স্বপ্ন দেখি কত তোমাকে নিয়ে।।

ও প্রান প্রেয়শী শুধু তোমায় ভালোবাসি,

সে কথা তুমি কভু কেন বোঝোনি।

মোবাইল ফোনে কথাছিল আসবে তুমি,
কাল সারাদিন অপেক্ষা করেছি আমি।।

কত যে তুমি বলেছ তোমায় ভালোবাসি,
তোমাকে ছাড়া এ জীবন রাখবোনা আমি।
সে কথা বল প্রিয়া কাল কেন আসনি,
তোমার পথ চেয়ে কত পেয়েছি কত কষ্ট।।

ওগো প্রান সজনী কেন তুমি কাল আসনি,

সে কথা আমায় বলোনি কেন?
আমি যে তোমায় শুধু ভালোবাসি,
চেয়ে চেয়ে অশ্রু ঝরেছে কত তুমি বঝনি।।

কত কথা ছিল কাল কত আশা বুকে,

আমার মনের কথাগুলো বলবো নিরবে।

ভালোবাসা দিব খুলে মনের গহীনে,
কষ্টে কেটে গেল দিন তোমার পথ চেয়ে।।

কাল কেন আসনি কেন দেখা দাওনি,

কথা ছিল দেখা হবে দূজনার মুখোমুখি।
দুজন দুজনার দুটি মনের মত বিনিময়,
কেন আসলে না তাও তো জানিনা।।

বল প্রান সজনী কি ছিল আমার ভুল,
বল বল তুমি বল তুমি আমার তুমি শুধুই।

পথ চেয়ে কত আর রইব তোমার জন্য,

তুমি কত কষ্ট দিবে শুধু ভালবাসার জন্য।।

আমার চোখের জল ঝরে তোমার দর্শনে,
লাইলী মজনুর প্রেম জানুক সর্ব্বজনে।
সেই প্রেমে মরবো আমি তোমারী সনে,
পথ চেয়ে ছিলাম কাল অশ্রু ঝরে ঝরে।।

ওগো প্রানের প্রিয়তমা শুধু তোমার জন্য,

আমার মনটা প্রতিক্ষনে ছটফট করে।

বুকে করে হাহাকার কখনো অশ্রু ঝরে,

কখনো চোখের জল তুমি শুধু আমার।।

এ জীবন চলে গেলেও তোমাকে আমি,

কোনদিন ভুলতে পারবো না জানি।

আমার সকল গোলাপ, রজনীগন্ধা,
জীবন চলে গেলেও তোমাকে ভূলবোনা।।

কোনদিন ভুলতে পারবোনা ওগো সজনী,

তোমায় আমি জীবনের চেয়ে ভালোবাসি।
সে কথা বুঝতে চাওনি কখনো তুমি,
আসবে কথা ছিল পথচেয়ে দিন গেল।।

আসবে বলে আমারি দর্শনে তুমি,
হলোনা দেখা হলোনা দর্শন দুজনার।
কত কষ্ট পেলাম আমি কি করে বোঝাবো,

এত ভালবাসি তবু কেন দিলে ফাঁকি।।

তুমি শুধু আমার এই জীবনের জীবন,

সাথী তোমাকে নিয়ে জীবন চলার পথ।

কত স্বপ্ন আঁকি পথ চেয়ে কাল সারাদিন,

কেন তুমি আসোনি তুমি দিলনা দর্শন।।

কথা দিয়েছো রাখবে তুমি ওগো প্রেয়শী,
আমার কিছু হলে কাঁদিওনা তুমি।
আমায় তুমি কষ্ট দিলে সুখ পাবেনা জানি,
আজও পথচেয়ে তোমাকেই দেখি।।

মনোপ্রানো দিয়ে আজো তোমাকে ডাকি,
তোমাকে নিয়ে ঘর বাঁধব পথ চেয়ে আছি।
তোমার জন্য মরতে পারি যদি মরন হয়,
হাসি মুখে করবো বরন শুধু ভালবাসা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি