রবিবার বিকাল ৫:০৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

৫০০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ করে নিয়েছে নির্বাহী পরিষদ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব ভবনের দোতলার হলরুমে নতুন ১১ সদস্যসের হাতে ফুল তুলে দিয়ে এ বরণ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লূৎফর রহমান মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম, দপ্তর সম্পাদক তানভীর হাসান তানু, সাহিত্য প্রচার ও সংস্কৃতিক সম্পাদক সামসুজ্জোহা, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, ফজলে ইমাম বুলবুল, ফাতেমা তু-ছোগুরা।

নতুন সদস্যরা হলেন, র.ই. রাফিক সরকার (নয়া দিগন্ত ও নিউজনাউ), শাহ নাজমুল ইসলাম (সময়ের আলো), হাসান বাপ্পি (খোলা কাগজ), নূরে আলম শাহ্ (ডেইলি সান) আহসান হাবিব বুলবুল (আমার সংবাদ), বিধান চন্দ্র দাস (মোহনা টিভি), শারমিন হাসান (এশিয়ান টিভি), রুবাইয়া সুলতানা (ইনকিলাব), রেজওয়ানুল হক রিজু (লাখো কণ্ঠ) শাকিল আহমেদ (প্রতিদিনের সংবাদ) নাহিদ রেজা (নবচেতনা)। এ নিয়ে প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা এখন ৪০ জন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি