শুক্রবার রাত ১:১২, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক নিহত

৬৯৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় রুবেল হোসেন রানা নামে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া মহল্লার আতিয়ার ইসলামের ছেলে।

শনিবার রাত ৮টায় শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ১০ তালা ভবনের সামনে শ্যামলী কোচের চাকায় পিস্ট হয়ে মারা যান তিঁনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশ্যে যাওয়ায় পথে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মটরসাইকেল আরোহী রুবেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসটির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে শ্যামলী পরিবহনের বাসটি আটক করা যায় নি। দূর্ঘটনা ঘটিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মোঃ জাহিরুল ইসলাম, ঠাকুরগাঁও থেকে

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি