ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে পীরগঞ্জের ১ জন ও রাণীশংকৈলের ১ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ে গত কাল রাত ১০ঃ৪৫ মিনিট থেকে টানা বর্ষণে বৃষ্টি, মনে হয় উত্তর বঙ্গ ডুবে যাবে, আবারও ২০১৭ সালের বন্যার পূর্বাভাস দেখা যাচ্ছে। এক রাতের বৃষ্টিতে নিম্নাঞ্চল ডুবে গেছে সব কিছু ভরে গেছে, খাল বিল এর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে,জনসাধারণ মানুষের জীবন সংকটময়।
এর মধ্যেই উভয় ঘটনা দু’টি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৫ জুন)। উভয় স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জের নিহত আজিমুল হক (৪০) বাসার পাশে বোরো ধান দেখতে গিয়ে বজ্রপাতে ঝলসে ঘটনাস্থলেই মারা যান।
তিনি উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা গ্রামের আব্দুল হামিদুর রহমানের ছেলে।অন্যদিকে রাণীশংকৈলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে বিলপাড়ে মাছ ধরতে বজ্রপাতে মারা যান শান্ত রায় (২২)। তিনি উপজেলার ধর্মগড় ইউনিয়নের রাজাদীঘি গ্রামের টংকনাথ রায়ের ছেলে।
এ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন পীরগন্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ও রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব।
মোঃ জাহিরুল ইসলামঃ ঠাকুরগাঁও থেকে
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]