রবিবার রাত ৯:৪৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে করোনা মৃত লাশের দাফন-কাফন সম্পন্ন

১১৮৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে গতকাল সোমবার করোনায় মৃত লাশের দাফন-কাফন সম্পন্ন করল সেচ্ছাসেবি সংগঠন ইকরামুল মুসলিমিন ফাউন্ডশনের ঠাকুরগাঁও জেলা টিম। এটি এ টীমের দ্বিতীয় দফার লাশ দাফন কার্য সম্পন্ন।

নেতৃত্ব দেন টিম প্রধান মাওলানা আব্দুল মুকিত ও সহকারী টিম প্রধান হাফেজ আবরারুল হক রোহান ইমাম বায়তুল আমান জামে মসজিদ।
করোনা ভাইরাস আক্রান্ত মৃতদেহের
জানাজা নামাযের ইমামতি করেন হাফেজ হাবিবুর রহমান ৷


আরো সহযোগী হিসাবে ছিলেন মাওলানা হাবিবুর রহমান , হাফেজ রফিকুল ইসলাম, মো: সাহিদুল হক সাহিদ, ক্যামেরা ছিলেন মাও: ইসমাইল বিন হায়দার ৷ এসময় সহকারী টিম প্রধান হাফেজ আবরারুল হক রোহান বলেন,
ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের কাছে সকাল ১১টায় বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন সাহেব কল করে দাফন কাফনের প্রস্তুতি নিতে আমাদেরকে জানান।

বিকেল চারটায় নোহাতে করে বালা পাড়া স্কুলে যাই ৷ সেখানে প্রথমে আসরের নামাজ আদায় করে পিপিই , হ্যান্ড গ্লোভস, সার্জিকাল মাস্ক পরিধান করে দাফনে চলে যাই।

নামাজ পড়ে মাইয়্যেতকে গোসল করায় কাফন পরিধান করানোর পরে দাফন কার্য সম্পন্ন করি ৷ তারপরে পিপিই সহ যাবতীয় সরাঞ্জামাদি পূর্ণ সতর্কতার সাথে খুলে পুরিয়ে ফেলানো হয় ৷

অনেক দূরর্তে দাড়িয়ে জানাযায় অংশ নেন মরহুমের চাচা শশুর চেয়ারম্যান বনি আমিন সহ এলাকাবাসীর কিছু মানুষ।

মৃত ব্যক্তি একজন রিটায়ার্ড আর্মি ।
তিনি চট্টগ্রামে ব্যবসা করতেন তাই পরিবার সহ চট্টগ্রামে থাকতেন।
সেখানে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান।
চট্টগ্রাম থেকে তার লাশ গ্রামের নিজ বাড়িতে এনে দাফন কার্য সম্পন্ন করা হয় বলে জানান জেলা টীমের সদস্যরা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি