রবিবার বিকাল ৫:১৮, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

১১৩৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত অবস্থায় (৩০-৩৫) বছর বয়সের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের ফেরসাডাঙ্গি ব্রিজের পাশের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়,গত ২-৩ দিন আগেই অজ্ঞাতনামা ওই নারীকে কেউ বা কাহারা হত্যা করে কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুতে রাখে। সোমবার স্থানীয় লোকজন বাগানের ভেতর দিয়ে চলাচলের সময় গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।


এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ভিকটিমের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বলেই ধারনা করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারীর পরিচয় অনুসন্ধান ও কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা উদঘাটন করা হবে দ্রুতই। পিএম রিপোর্ট এলেও আমরা অনেকটা জানতে পারবো হত্যার বিষয়ে।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি তদন্ত গোলাম মর্তুজা, এসআই ফিরোজাসহ পুলিশের সদস্যরা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি