আজ (৯ জুন) মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে উপজেলাভিত্তিক কোভিড ১৯ এর করোনা ভাইরাস পরিস্থিতি, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নিউজ লেখা পর্যন্ত সর্বশেষ আপডেট। জেলার ৫টি উপজেলার হিসেব তুলে ধরেন জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম। তথ্যগুলো নিম্নে তুলে ধরা হলো: সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৪২জন, সুস্থ ৬ জন, মৃত ১ জন।
বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত ৩৭জন, সুস্থ ১৩জন, রানীশংকৈল উপজেলায় আক্রান্ত ১৮ জন, সুস্থ ৪জন, মৃত ১ জন। হরিপুর উপজেলায় আক্রান্ত ২৩ সুস্থ ১৬ জন। পীরগঞ্জ উপজেলায় ২৪ জন, সুস্থ ৮ জনসহ সর্বমোট আক্রান্ত রোগীদের সংখ্যা ১৪৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে আজ পর্যন্ত কোভিড-১৯ এর ঠাকুরগাঁওয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
এ পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ২১১৫ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৮১৫ জনের। আক্রান্ত হয়েছে ১৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। বাসায় চিকিৎসাধীন রয়েছে ৫৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৩৮ জন, আইসোলেশনে ৯৫ জন।
নূরে আলম শাহ: ঠাকুরগাঁও থেকে
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]