শুক্রবার রাত ৪:৪১, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ফলের প্রভাব

৫১৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজকে কারো বেজায় হাসি
মুখটা কারো ভার।
কেউ পেয়েছে জিপিএ ফাইফ
কেউ পেয়েছে চার।
ভাল ফলে শত ফুলে ফলে
কত সংবর্ধনা জোটে।
কারো মনটা ভীষণ খারাপ
ফল আসেনি মোটে।
ফল আসেনি জল এসেছে
ডাগর ডাগর চোখে।
শুনতে হবে কত মন্দ কথা
ঘরে বাইরে পথে।
কেউ বলে না মন ভেঙ্গো না
সামনে দিও পাস।
তাতেই কিছু ঝরতো না প্রাণ
হতো বিজয় ও উল্লাস

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি