রবিবার সন্ধ্যা ৭:১৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে এক হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন চৌধুরী পরিবার

৪৩৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিলের পক্ষ থেকে গরিব অসহায় এক হাজার পরিবারের মাঝে সৌজন্য উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২২ মে) সকালে বালিয়ার উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ধাপে পাঁচশত ও দ্বিতীয় ধাপে বিকেলে পাঁচশত হতদরিদ্র গরিব ও অসহায় পরিবারের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।

সৌজন্য উপহার বিতরণকালে এসময় মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিলের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে গরিব অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঠাকুরগাঁওয়ের সুযোগ্য জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।


বালিয়া চৌধুরী পরিবার কল্যাণের সমন্বয়ক আশরাফুল হক চৌধুরী,সাঈদ জাকিরুল ইসলাম চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বীরমুক্তি যোদ্ধা আনিসুল হক চৌধুরী, ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড.বদিউজ্জামান চৌধুরী,ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম চৌধুরী,সমাজ সেবক জুলফিকার আলী ভূট্টু চৌধুরী,রাজিকুল ইসলাম রোমেল চৌধুরী,রুবেল চৌধুরী, ফরহাদ হোসেন রিংকু চৌধুরী, জয় চৌধুরী, এস.এম শাওন চৌধুরী,মুরাদ চৌধুরী,এ্যাড.ইমরান চৌধুরী, মহসিনুর আলম চৌধূরী ও বাড়ি চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল,১ কেজি ডাল, ২ কেজি আটা,১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তৈল,১ কেজি লবণ ও দুধের প্যাকেটসহ বিভিন্ন আইটেমের নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী সৌজন্য উপহার হিসেবে বিতরণ করা হয়।

বালিয়া ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এই মহামারী করোনা দুর্যোগে অসহায়দের পাশে থেকে সহযোগিতা করায় চৌধুরী পরিবার এর প্রশংসা করে স্বাগত বক্তব্য দেন, জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।

পরে এধরনের পরিস্থিতি মোকাবেলায় সৌজন্য উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চৌধুরী পরিবারের সদস্যগন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি