যে দিকে তাকাই সেদিকেই বিচ্ছেদের হাহাকার
কেও লিখছে বিচ্ছেদ সুখেরকে
ও লিখছে বিচ্ছেদ শোকের
বিচ্ছেদের মাতমে কান্নায় ভেসে একেকজন সৃষ্টি করছে আটলান্টিক
চলো আমরা পৃথিবীর সব কিছু উপভোগ করি
টি. এস. সি’র চা,
সোহরাওয়ার্দী উদ্যান,
জাহাঙ্গীরনগরের হিম উৎসব,
সুনামগঞ্জের শিমুল বাগান
চলো উপভোগ করি পুরো ঢাকা শহর!
চলো যাই পাহাড়ে! একেঁ আসি ভালোবাসার চিহ্ন,
যাই সমুদ্রে, ফেলে আসি ফিরে আসার কলতান!
যাই প্রতিটি অলিগলি,
শহরের বড় রাস্তা গুলো,
গ্রামের মেঠোপথ,
ফুটপাত,ব্রিজ সব কিছু
সবকিছু হোক আমাদের প্রেমে বিমোহিত!
চলো সব উপভোগ করি
আমার -তোমার রাগ,অভিমান
না বলা কথা, আবেগ, জিদ
প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ
চলে যাওয়া আর ফিরে আসা
চলো এসব কিছু উপভোগ করি
চলো বিচ্ছেদ করি প্রতিদিন
চলো বিচ্ছেদ করি না কোনোদিন
চলো ভালোবাসি প্রতিদিন
চলো ভালোবাসি প্রতিদিন!
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]