তোমার ক্ষত হওয়া মন
তোমার প্রিয়-অপ্রিয়জন
তোমার আঙুলের ছাপ,
কাটাতারে প্রেমের দাগ
বেদনারা যায় সারি -সারি
তোমার মনের বাড়ি!
আকাশে জমেছে মেঘ
মোহ কাটে না আর আবেগ
পাহাড়ে নেমেছে ধস,
উড়ছে তোমার শাড়ির আঁচল
দিতে হবে একলা পাড়ি
তোমার মনের বাড়ি!
তুমি যবে দূরে দূরে রও
অভিযোগ জমে পাহাড় হও
অভিমানে ভেঙে ফেলা চুরি
ঘুরছে প্রেমের আধুলি,
পাশে যদি রও ফুটে মনে আলো
মায়ার সিকি আলোতে ঝলকালো!
ফেলে আসা স্মৃতিদের তাড়া
ভালোবেসে মরেছে যারা,
প্রেম ফুড়িয়ে যায় না যে
বুঝেছে ছাই হয়েছে যারা,
ফিরে আসি নিয়ে কলতান
ফিরে আসি নিয়ে আহবান,
ফিরে আসি তোমার মনের ঘর
ফিরে আসি তোমার মনের বাড়ি!
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]