নাচিতেছে বৃষ্টি যতদূর দৃষ্টি
নাচিছে স্থলে নাচিছে জলে
দিঘীর জলে পাতার আঁচলে
ফুটিতেছে খই নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই।
পাথার, পথে নাচে জলস্রোতে
কেশকালো মেঘে উড়িছে বেগে
বাতাসের ওড়না নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই।
বর্ষার কন্যা নৃত্যে অনন্যা
ঘরের টিনে শোনো বাদ্য বিনে
বাজনা বাজিছে বৃষ্টি নাচিছে ঐ
তা তা থইথই তা তা থইথই।
শুকনো পাতায় নূপুর বাজায়
লিখিতেছে গান করিতেছে স্নান
কলমিলতা বাঁশপাতা সই
তা তা থইথই, তা তা থইথই।
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]