শুক্রবার রাত ৮:৪৩, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

বৃষ্টির নৃত্য

৫৪২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

নাচিতেছে বৃষ্টি যতদূর দৃষ্টি
নাচিছে স্থলে নাচিছে জলে
দিঘীর জলে পাতার আঁচলে
ফুটিতেছে খই নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই।

পাথার, পথে নাচে জলস্রোতে
কেশকালো মেঘে উড়িছে বেগে
বাতাসের ওড়না নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই।

বর্ষার কন্যা নৃত্যে অনন্যা
ঘরের টিনে শোনো বাদ্য বিনে
বাজনা বাজিছে বৃষ্টি নাচিছে ঐ
তা তা থইথই তা তা থইথই।

শুকনো পাতায় নূপুর বাজায়
লিখিতেছে গান করিতেছে স্নান
কলমিলতা বাঁশপাতা সই
তা তা থইথই, তা তা থইথই।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি