রবিবার সকাল ৯:২৮, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

কাউন্সিলর নেহার দুস্থ অসহায়ের ভাতা আত্মসাৎ করছেন

৭৭৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষুক ভবঘুরেদের তালিকায় ইউকে ইউএস প্রবাসীসহ কাউন্সিলরের পরিবার। সুবিধা নেওয়ার সব তালিকাতেই নিজের স্বজনদের নাম বসানোর অভিযোগ উঠেছে কাউন্সিলর রফিকুল ইসলাম নেহারের বিরুদ্ধে। তাদের প্রাধান্য দিয়ে বানাচ্ছেন তালিকা।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২-নং ওয়ার্ডের এই কাউন্সিলর করোনা পরিস্থিতিতে ভিক্ষুক, ভবঘুরে শ্রেণির মানুষের জন্যে সরকারের চালু করা বিশেষ “ওএমএস” তালিকাতেও বাদ রাখেননি নিজের পরিবার ও স্বজনদের। এই তালিকার ২৯ নম্বরে রয়েছে কাউন্সিলরের আপন ভাই, প্রবাসী ছেলে এবং বাদ যাননি তার স্ত্রীও। তালিকায় তার ক্রমিক নং ১১৯। আরও আছে ইউরোপ-আমেরিকা প্রবাসীও।

শুধু এখানেই থেমে থাকেননি। কারিশমা দেখিয়েছেন বয়স্কভাতার তালিকাতেও। কাউন্সিলরের এই কীর্তিতে ক্ষোভ জমা হয়েছে এলাকার বঞ্চিত হত-দরিদ্র মানুষজনের মধ্যে। এখানেই শেষ নয়, বয়স্কভাতার তালিকাতে আপন ভাই-ভাবীর নামও জুড়ে দিয়েছেন তিনি।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি