শনিবার রাত ২:৪৪, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও সদর পৌর এলাকায় ৩৩৩ প্রাপ্ত ফোনে ত্রাণ সহায়তা প্রদান

৫৮০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক একটি পরিবারও যেন অভুক্ত না থাকে সেদিকে লক্ষ্য রেখে জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিমের উদ্যাগে নুতন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে
“সময়ের দাবি, ত্রাণ যাবে বাড়ি”।
ইতিমধ্যে এ কর্মসূচি সুবিধাভোগীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

আজ (৮ মে) শূক্রবার সরকারি ছুটি থাকা
সত্বেও এ কার্যক্রম টীমের দায়িত্বে নিয়োজিত কর্মীরা তাদের দায়িত্ব পালন করেছেন বলে জানান জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম।

এ ছাড়া তিনি বলেন,দুঃস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী সুবিধাভোগীর মাঝে পৌঁছে দেওয়ার অঙ্গীকার হিসেবে নুতন আরো একটি ৩৩৩ নম্বর পূর্বের হট লাইন নম্বর এর সাথে যুক্ত করা হয়।

৩৩৩ এর মাধ্যমে প্রাপ্ত কল থেকে ২৬ জনকে ত্রাণ সহায়তা সহ এ কর্মসূচির আওতায় ৫ হাজার ৩শ ২৮টি পরিবারে প্রাপ্ত ফোন কলের মাধ্যমে খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

এসব খাদ্য সামগ্রীতে ছিল চাল, ডাল,আলু, চাল কুমড়া ও পুঁইশাক।

পরে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মরণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে ঘরে থাকবো, নিজে নিরাপদে থাকবো, অপরকে বাঁচাবো।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি