নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ১৪জন ব্যক্তি।১১মে সোমবার সকালে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সুস্থদের ফুলেল শুভেচ্ছা জানান। সুস্থ্যদের মধ্যে দুই নারী এক শিশু সহ ১১জন পুরুষ রয়েছে। জেলা সিভিল সার্জন ডা:মাহ্ফুজার রহমান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে,করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া ব্যক্তিদের দুই দফা নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের শরীরে আর কোন উপসর্গ না থাকায় স্বাস্থ্য বিভাগ ওই ১৪জন ব্যক্তিকে সুস্থ্য হওয়ার ছাড়পত্র দেয়। তবে তাদেরকে বাড়িতে থেকে ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ৭দিন পর আবারও তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।উল্লেখ্য, জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২৪ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন ১৪ জন। আইশোলেশনে রয়েছেন ১০ জন। ১১ মে সকালে নতুন করে ২৭ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ৮২১ জন ব্যক্তির। গতকাল পর্যন্ত ৭৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে।
গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]