ঠাকুরগাঁও সদর উপজেলা ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের উদ্যোগে বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে অসহায় ও কর্মহীন মানুষদের সাময়িক স্বস্তি প্রদানের লক্ষ্যে দেশ ও বিদেশে থাকা চৌধুরী পরিবারের সদস্যদের সহযোগিতার মাধ্যমে “চৌধুরী পরিবার কল্যাণ তহবিল” গঠন করা হয়।
এই কল্যাণ তহবিলের মাধ্যমে (১৮ মে) সোমবার দুপুরে এমবি এসসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থ পরিবারের হাতে ঈদ উপলক্ষে সৌজন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন,অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম-সেবা।
চৌধুরী পরিবার কল্যাণ তহবিলের মাধ্যমেযাদের উদ্দীপনায় ঈদ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ কর্মসূচি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তারা হলেন,সাহিদ জাকিরুল ইসলাম চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল রাজি স্বপন চৌধুরী, বালিয়া ইউনিয়নের তরুন নেতৃত্বের অধিকারী জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, মুরাদ মাহমুদ চৌধুরী,এস এম সাওন চৌধুরী, রিঙ্কু চৌধুরী, রুবেল চৌধুরী, মহব্বত চৌধুরী ও রাসেল চৌধুরী প্রমুখ।
বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিলের সমন্বয়ক (সাবেক) সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী,(সাবেক) উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,
এ্যাড. বাদল চৌধুরী, শহিদুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম, এ্যাড. ইমরান চৌধুরি, জাহিদ চৌধুরি সহ আরো অনেকে।
ঈদ উপহার সামগ্রী প্রতিটি পরিবারের জন্য ছিল
১০ কেজি চাল
২ কেজি আটা
১ লিটার তৈল
১ কেজি মুশুরের ডাল
১ কেজি চিনি
১/২ কেজি সেমাই ও ১ টি সাবান।
জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম-সেবা ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।সেই সাথে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় চৌধুরী পরিবারের সকলকে ধন্যবাদ জানান।
রেজাউল ফারুক রুমেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, তদন্ত অফিসার গোলাম মর্তুজা প্রমুখ।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]