কবিতা–
হবে প্রতিরোধ?
-কার্তিক চন্দ্র রায়
——–
কার কথা কে শোনে
ধুলায় অন্ধকার,
ঈদের বাজার করতে হবে
এটাই অঙ্গিকার।
জীবন মরণ আল্লাহর হাতে
করোনা মারে উঁকি,
ঘরের দরজা করানারে
মৃত্যুর আছে ঝুঁকি।
দলবলে মানুষ কত
অবাধ বিচরণ,
ছোঁয়াচে রোগ করোনা ব্যাধি
হতে পারে মরণ।
ঢাক ঢোল বাজিয়ে দেশে
কত অনুরোধ,
কি আর করার আছে
হবে প্রতিরোধ?
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]