জেলা পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে মাঠে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র পক্ষ থেকে “পার্সোনাল প্রটেক্টিভ ইকুয়িপমেন্ট” পিপিই প্রদান করা হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ইএসডিও স্টার্ট ফাউন্ডের সহায়তায় পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম)’র হাতে ৭৩টি পিপিই, মাস্ক, ফেস সেড, হ্যান্ড গ্লাভস তুলে দেন অতিথিসহ সংস্থার কর্মকর্তারা।
জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আগামী ১০ মে দোকান প্রতিষ্ঠান চালুর ব্যাপারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, এমপি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নুর কুতুবুল আলম, সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন কাওসার, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র এপিসি শামীম হোসেন, পিসিই জামিনী কুমার রায়, সিনিয়র কো অর্ডিনেটর সৈয়দ মাহবুবুল আলম মানিক, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন,সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর আ’লীগের সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলুসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]