শুক্রবার সকাল ৮:৫১, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

মৌলভীবাজারে চিকিৎসক করোনায় আক্রান্ত

৫২৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রোববার ও  দায়িত্ব পালনে হাসপাতালে এসেছিলেন। এর আগে তার বাসার কাজের মহিলার স্বামী শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি জেলার রাজনগরে। পরে ওই চিকিৎসক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

রোববার (৩ মে) সকালে মুঠোফনে জানানো হয় ঐ চিকিৎসক করোনায় আক্রান্ত। পরে তিনি হাসপাতাল থেকে নিজ বাসায় আইসোলেশনে চলে যান।

বিষয়টি নিশ্চিত করে জানান মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়ছল জামান। এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেয়া হচ্ছে।

মৌলভীবাহার জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তে পুলিশ সদস্য বেশী।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা যান। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারা যান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। করোনা উপসর্গ নিয়ে মারা যান ৭ জন।

এস এম আবু বকরঃঃ মৌলভীবাজার প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি