শুক্রবার রাত ২:৪২, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ঝড়ে পড়ে থাকা গাছ কেটে সড়ক পরিষ্কার করছেন সদর থানার ওসি

৫৩২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ রোববার(২৪ মে) রাত তিনটায় মুঠোফোনে “দেশদর্শনের” প্রতিবেদককে এসআই সাজেদুল ও নুরআলম জানান ২৯ মাইল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ঝড়ে পড়ে থাকা কয়েকটি গাছ রাস্তা পারাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ঝড়ে পড়ে থাকা গাছ কেটে সড়ক পরিষ্কার করছেন সদর থানার পুলিশ সদস্যরা।

ওসি তদন্ত গোলাম মর্তুজা বলেন,পবিত্র ঈদুল ফিতরে মানুষ মসজিদে নামাজ আদায় করতে যাবে তাই আমরা সেগুলোকে রাতেই সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম স্যারের নেতৃত্বে নিজেই কুড়াল দিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করছি। কারণ এত রাতে কোনো লোক পাওয়া যাবেনা ভেবে আমরা নিজেরাই একাজটুকু করলাম।
এছাড়া তিনি বলেন,বৈশ্বিক পরিমণ্ডলে করোনার প্রকোপ মোকাবেলা করার নিমিত্তে বিশ্বজুড়ে যে উদ্বেগ ও উৎকন্ঠা পরিলক্ষিত হচ্ছে, তা থেকে পরিত্রাণ পেতে করোনা প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে নিজের জায়গা থেকে সচেতন ও সতর্ক হতে হবে।

পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় হয়তো সব জায়গায় পুলিশের পক্ষে সর্বোচ্চ সেবা প্রদান কঠিন হয়ে পড়ে তা সত্ত্বেও আমরা ঠাকুরগাঁও পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।

বর্তমান পরিস্থিতিতে করোনা প্রতিরোধে জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলামের নেতৃত্বে তদন্ত ওসি গোলাম মর্তুজা’র বলিষ্ঠ ভূমিকায় চেকপোস্টে নজর দারি সহ বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিতকরণ ও আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে জনস্বার্থে দিনরাত কাজ করে যাচ্ছেন।

এছাড়া করোনা প্রতিরোধের ক্ষেত্রে গণজমায়েত পরিহার করতে হবে, যততত্র চলাফেরা করা যাবে না। ইতোমধ্যে এ দুটি বিষয় অত্যন্ত সফলতার সঙ্গে বাস্তবায়ন করতে ওসি তানভীরুল ইসলাম ওসি তদন্ত গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশের সদস্যরা এক অনন্য দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছে বলে জানান ঠাকুরগাঁও বাসী।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি