হাইরাইজ টাওয়ারের চূড়ার মত
জেগে ওঠা দুর্বা ঘাসের ডগাগুলো
যখন রাতের শিশিরে হয়ে যায় সিক্ত,
জুবুথুবু বুড়ি যেনো কাঁপে ঠক ঠক,
হীরক কণারা যখন চেপে বসা টাওয়ারের চূড়ায়,
সকালের কাঁচা সোনা তখন উঁকি দিয়ে বলে
অামি তো অাছি থাকো চিন্তা মুক্ত;
ধীরে ধীরে গড়িয়ে পড়া গলিত হীরা
চিক চিক করে মিশে যায় মাটির কণায়।
লক্ষ কোটি স্বপ্ন অাঁকা সবুজ গালিচা
চেয়ে অাছে রঙিন ফোয়ারার সজীবতায়,
কোন সূদূরে যেতে চায় কোন সীমানায়?
কী অাকাঙ্ক্ষায় প্রহর গুনে
অপেক্ষার দিগন্ত রেখায়?
হাতছানিতে ডাকে পল্লবিত কুসুমের অাঙ্গিনা!
অন্তহীন অজানা পথ মিশে গেছে অাকাশ গঙ্গায়
জানো কি তুমি কোথায় তার চূড়ান্ত গন্তব্য?
দুপুরের তপ্ত অালোয় নব যৌবনের গান গেয়ে
হেসে উঠে কচি ঘাসের সরু ডগা।
উঠতি যৌবনা বস্ত্রহীনা অাশ্রয়হীনা সর্বহারা
শরীর এলিয়ে দেয় সবুজ গালিচায়।
নিকষ কালো অন্ধকার ভেদ করে ভেসে উঠে
কালের স্বাক্ষর জোড় গম্বুজের মোহনীয়তা।
নীরবতা ভেদ করে উৎসবমুখর পরিবেশে
ডিনার পার্টি উপভোগ করে হায়েনার দল।
ওদের লেলায় মিশে অাছে থায়োসায়ানাইড।
গোলার্ধে গোলার্ধে গোলকের অঙ্গে অঙ্গে
সর্বত্র বিউগলের সুর বাজে সকরুণ।
সময় হয়েছে জেগে ওঠার প্রতিরোধের দূর্গ গড়ার,
সানাই বাজাও সমবেত অাক্রমন হাঁকাও
অাঘাতে অাঘাতে ছিন্ন ভিন্ন করো ওদের অাস্তানা
ধ্বংসাবশেষে বপন করো মানবতাবোধের বীজ,
ফলে ফুলে সুশোভিত হোক নতুন এক বিশ্ববৃক্ষ।
মোহাম্মদ সাইফুল ইসলাম
পোস্টঃ ১৭/০৪/২০২০
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]