শনিবার সন্ধ্যা ৭:৫৪, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই নভেম্বর, ২০২৪ ইং

৮কেটি টাকা মূল্যমানের পাত্রসদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার

৫১৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
র‌্যাব-৫ ক্যাম্প জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁর নজিপুর পুরাতন বাজার এলাকায় রোববার অভিযান চালিয়ে ৮ কোটি টাকা মূল্যমানের জমিদার আমলের সোনালী রংয়ের একটি গোলাকৃতির পাত্রসাদৃশ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সুত্রের খবরে র‌্যাব নিশ্চিত হন নওগাঁ জেলার নজিপুর পুরাতন বাজার এলাকার মৃত হরিহর চৌধুরীর ছেলে গৌর চৌধুরী ও মাহমুদপুরের খলিলুরের ছেলে সোহেলের কাছে আনুমানিক ১৮ শতকের ১টি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসাদৃশ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন (বেল মেটাল) রয়েছে। ওই খবরের সুত্র ধরে রোববার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি উদ্ধার করে।
উদ্ধারকৃত পাত্রসদৃশ্য ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির মূল্য ৮ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।
পরে তা পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির উপস্থিতিতে নওগাঁ প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনাম তানভিরুলের কাছে হস্তান্তর করা হয়।
শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি