রবিবার রাত ৩:৫৫, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই নভেম্বর, ২০২৪ ইং

সরাইলে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

৩৯৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। কওমী মাদ্রাসার নবীন আলেমদের সমন্বয়ে নবগঠিত শাহবাজপুর কওমী প্রজন্ম এর উদ্যোগে বুধবার ( ২২ এপ্রিল) ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় মুফতী বোর্ডের মহাসচিব, কওমী প্রজন্মের মুখ্যপাত্র, শায়খুল হাদিস আল্লামা মুফতী শামসুল আলম সাহেব এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা কাজী সাইফুর রহমান এর পরিচালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস, পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব (দাঃ বাঃ)।

দোয়া পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জী, মাওলানা আবু আক্কাস হায়দারী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সুলাইমান সা’দী,মুফতী আব্দুর রহমান কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কাসেম, মাওলানা জানে আলম সিদ্দীকি, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা হুসাইন, হাফেজ রফিকুল ইসলাম হাতিম, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা নাজমুল হাসান, এসএইচ, দিদার হোসাইন, মাওলানা আফসার খান জিহাদী, মাওলানা সিফাত জামিল, সমাজ সেবক মাসুদ রানা রুবেল, আল ফালাহ সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ আলেম সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাগন এ সময় বলেন, বিশ্ব ব্যাপী যে মহামারী দেখা দিয়েছে, দেশ ও জাতি এ ক্লান্তিময় সময় অতিবাহিত করছে। দেশের কঠিন এ পরিস্থিতিতে দেশ ব্যাপী কওমী আলেমদের অবদান অবিস্মরনীয়। সমাজে বিত্তবান মানুষের পাশাপাশি আলেম ওলামাগণও সমানভাবে সামাজিক কাজে অগ্রনী ভূমিকা রাখছেন।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি