করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি হাঁটবাজার ও জেলার প্রবেশ পথে ৫টি চেকপোস্টে থার্মাল স্ক্যানার দিয়ে সাধারণ মানুষের তাপমাত্রা নির্ণয় কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের পশ্চিমবাজার সড়কে অস্থায়ী বাজারে পুলিশ সুপার ফারুক আহমেদ এর নেতৃত্বে পথচারীদের তাপমাত্রা নির্ণয় কার্যক্রম শুরু হয়।
বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের থার্মাল স্ক্যানার যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপা হয়।
এ সময় পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, করোনা প্রতিরোধে জেলা পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম করছে। এরমধ্যে জনসমাগম এলাকায় মানুষের তাপমাত্রা নির্ণয় কার্যক্রম একটি। হাটবাজার, ৭টি থানা এবং জেলার ৫টি চেকপোস্টে থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে সাধারণ মানুষের তাপমাত্রা পরীক্ষা করবে পুলিশ। সন্দেহভাজন কেউ পাওয়া গেলে নিকটস্থ হাসপাতালে পাঠানো হবে। এই কার্যক্রম চলমান থাকবে।
Some text
[sharethis-inline-buttons]