রবিবার দুপুর ২:৫৯, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

পীরগঞ্জে মারপিটে সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট আহত, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

৪১৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সোমবার দুপুরে পৌর এলাকার মধ্য গুয়াগাও গ্রামের বিশুর সারের দোকানের সামনে মৃত দায়মত আলীর পুত্র মোঃদবিজদ্দীন (৫৬) সংবাদ পেয়ে ত্রানের স্লীপ আনতে যায়,সে সময় একই গ্রামের শাহাজান আলীর নিকট অবসরপ্রাপ্ত সেনা সদস্য দবিজদ্দীন কি কি নামে ত্রাণের তালিকা আছে এ বিষয়ে তালিকা দবিজদ্দীন দেখলে উভয় পক্ষে কথা কাটাকাটি হলে গুয়াগাও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃশাহাজা আলীর ঘুষিতে অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সার্জেন্ট সদস্য আহত হয়।

সে সময় স্থানীয় লোকজন বিষু ও মজিবর মাস্টার এগিয়ে এসে দজিবদ্দীনকে মারপিট থেকে প্রাণে বাঁচায়।পরে বিষু ও মজিবর মাস্টার আহত সাবেক সেনা সদস্যকে ভ্যানে তুলে দেন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য সে সময় দজিবদ্দীনের স্ত্রী মোছাঃমর্জিনা খাতুন পীরগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দিবাগত ১.৩০ মিঃ আহত দজিবদ্দীনকে জরুরি চিকিৎসার জন্য ভর্তি করেন।

বর্তমানে সাবেক সেনা বাহিনীর সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ দজিবদ্দীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক মাহফুজ বলেন,ত্রানের তালিকা এক জন সাবেক সেনা সদস্য দেখলে শাহাজান আলীর ক্ষতি কি,ত্রাণ তো সরকার দিচ্ছে, তাহলে কি ত্রানের তালিকা সাধারণ মানুষ জানতে পারবেনা যে,বর্তমানে কারা বেশি ত্রাণ পাওয়ার উপযোগী।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি