রবিবার বিকাল ৪:৩০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

পকেটমার বুঝে না “করোনা কাহিনি”

৫৪৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কদিন আগে আসরের নামাজ পড়ে দ্রুত চলে গেলাম বাজারে। কারণ ছয়টার পূর্বেই ফিরতে হবে, অন্যথা হলে হয়ে যাবে ইতিহাস। পুলিশি তাড়া অথবা বারি খেতে হবে। দুজন পুলিশ মোড়ে চেয়ার পেতে বসে আছে। সাথে আছে গ্রামপুলিশ।

জলদি বাজার সেরে ফেললাম। বাজার সেরে অটোতে চেপে বসলাম। অটোরিকশা চলা শুরু করার পর পিছনের ছিটে বসা একজন মুরুব্বিপ্রায় ব্যক্তি বললেন- ‘দেহ, আল্লার এই আযাবের মধ্যেও
মাইনষের মনের মধ্যে ডর-ভয় নাই। সদাই কইরা টেহা দিমু, পকেটো হাত দিয়া দেহি টেহা নাই দুইশ’…

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি