শনিবার রাত ৯:৪০, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই নভেম্বর, ২০২৪ ইং

নীরব সংকটে কওমি শিক্ষকগণ

৪৫০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শুধু একটি শব্দে স্থবির বিশ্ব। জীবন যাপনের চাকায় ধরেছে জ্যাম। লাসভেগাসের মতো মুখরিত বিশ্ব আজ মাটির তলায় খুঁড়ে পাওয়া নিষ্প্রাণ টেরাকোটার চৈনিক সভ্যতার সাজানো সৈনিক।

লাখ লাখ অসহায় শ্রমিকের মতো নীরব অসহায়ত্বে ভোগছে কওমি মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। বিভিন্ন সূত্রে জানা যায়, তারা অগ্রিম বেতন দূর বিষয়, পাওনা বেতনই পাচ্ছেন না। কেউ কেউ বলছেন, তারা মুহতামিম সাহেবকে ফোন করে পাচ্ছেন না। কোনো কোনো মুহতামিম সাহেব বলে দিচ্ছেন, সময় হলে ওনারাই ফোনে জানাবেন কখন মাদরাসা খুলবে।

বেতন বিষয়ে থেকে যাচ্ছেন নীরব, অথবা নানান অজুহাতে পাশ কেটে যাচ্ছেন সুন্দর অভিনয়ে। জাতির সর্বোচ্চ পর্যায়ের ‘ইনসানিয়্যাত’ এবং ‘ইনসাফ’ সম্পর্কে অবগত ব্যক্তিদের এহেন সংকীর্ণ মানসিকতার পরিচয় কাম্য নয়। অবশ্য কারো কারো বিষয়ে জানা গেছে, ওনারা ‘ইনসাফের’ সাক্ষর রাখছেন।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি