রবিবার রাত ১:৫২, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও গড়েয়ায় একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

৬৫২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড কিসামত তেয়ারীগাঁও গ্রামের আকছাদ আলী’র ছেলে আব্দুর রহমানের বাড়ির পার্শ্বে তার নিজের পুকুরটি ৮/১০ জনে মিলে খনন করার সময় ৯০০ গ্রাম ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই মূর্তি পাথরটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করে।

পরে আব্দুর রহমান মূর্তিপাথরটি গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো) এর নিকট জমা দিলে চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর থানায় বিষয়টি অবহিত করেন।

খবর পাওয়া মাত্রই সদর থানার এস, আই আহম্মদ উল্লাহ প্রধান এবং এ,এস, আই সাইফুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন এবং গড়েয়া ইউনিয়ন চেয়ারম্যান ৯০০ গ্রামের উদ্ধার কৃত প্রাচীণ মূর্তিটি পুলিশের নিকট তুলে দেন। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত ওসি গোলাম মুর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি