করোনা ভাইরাসের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জয়পুরহাটে কর্মহীন ও হতদরিদ্র সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা বুট, তেল, আলু, সাবান ও লবণ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার বম্বু চল্লিশপীর ঈদগা মাঠে জেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের ব্যাক্তিগত তহবিল থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
খাদ্য সামগ্রী বিতরণ কালে মমতাজ উদ্দিন মন্ডল বলেন, দেশে যতদিন করোনার সংকট থাকবে ততদিন আমার পক্ষ থেকে এই সাহায্য চলমান থাকবে। জেলার ৩২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব খাদ্য সামগ্রী চলমান ভাবে বিতরণ করে আসছি।
শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]