শনিবার রাত ১১:০০, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইহা, ইহারা নাকি উহারা

৪৭৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ইহা‌কে নি‌য়ে অার কী ব‌লিবো!
মানব অঙ্গ প্রত্যঙ্গ নি‌য়ে
ঠাঁয় দা‌ঁড়ি‌য়ে অা‌ছে এক কলুর বলদ!
দ্বিপদী অার চারপদীর ব্যবধান কোথায়?
ইহাও দি‌লে খায় না দি‌লে অসহায়!
উহারাও ঠিক তাই!
উহারা ফ্যালফ্যাল দৃ‌ষ্টি‌তে অশ্রুপাত ক‌রে,
ইহাও তদ্রুপ ক‌রে ব‌টে।

সংখ্যায় গু‌টি ক‌য়েক ইহারই মতন
ক্ষমতায় পাহাড় সমান,
অঙ্গু‌লি হেল‌নে ইহা‌কে ক‌রে পদাঘাত,
সম‌য়ে অসম‌য়ে বেত্রাঘাত!
ইহা তবু প্র‌তিবাদ না‌হি জা‌নে,
কেবলই ঈশ্ব‌রের কৃপা মাঙ্গে!
ইহারা সু‌যো‌গের সদ্ব্যবহার জা‌নে,
ইহার রক্ত মাংস হাড় এক ক‌রে।

কলুর বল‌দের করুন চাহ‌নি তবু ইহা‌দের দি‌কে,
নীরব ভাষায় কী যে‌নো চা‌হে,
সরব ভাষায় অযা‌চিত স্তু‌তি ক‌রে!
‌বি‌নিম‌য়ে বা‌সি পঁচা খাবার কিছু জো‌টে।
তা‌তেই ঠোঁ‌টের কো‌ণে মোনা‌লিসা হা‌সে!
অাহল্লা‌‌দে অাটখানা ইহা
পরম তৃ‌প্তির ঢেকুর তো‌লে!

উহারা যেমন বো‌ঝে না নিজ অ‌ধিকার
চি‌নে না ‌কে অাপন কে পর
ইহাও ঠিক ‌যে‌নো তা‌দেরই উত্তরা‌ধিকার!
‌যু‌গে যু‌গে তাই ইহার জন্য
চে’গু‌য়ে‌ভারাদের পতন ঘ‌টে।

‌মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ৩১/০৮/২০১৯

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি