জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে সরকারি ওএমএসসের ৮৫ বস্তা চাল অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে মেহেদী হাসান বাঘা নামে এক ডিলারকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকেল ৩টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাঘা আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের কোলা-গনিপুর গ্রামের আশরাফুলের ছেলে।
আমাদের ষ্টাফ রিপোর্টার রনি আকন্দ জানান, খাদ্য অধিদপ্তরের স্বল্পমূল্যের চাল হতদরিদ্রদের মাঝে বিতরন না করে উপকারভোগীদের নাম রেজিষ্টারে নিজেই নামে বে-নামে স্বাক্ষর করে ৮৫ বস্তা চাল উত্তোলন করে ডিলার মেহেদী হাসান বাঘা অবৈধভাবে তার গোডাউনে মজুদ করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৮৫ বস্তা চালসহ তাকে আটক করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অবৈধভাবে সরকারি চাল মজুদের অপরাধে তাকে আটক করা হয়েছে।ধৃত ডিলার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত চাল কৌশলে মজুদ করে চড়া দামে বিক্রি করতো বলে স্বিকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]