শুক্রবার রাত ২:৪৫, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও সমাজসেবা পরিষদের ‌ আর্থিক সহায়তায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

৪৩৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয়ের অধীনে বুধবার দুপুর ২টায় সমাজসেবা পরিষদের আর্থিক সহায়তায় ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে স্টোডিয়ামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় ৮ শ ৫৭ জন প্রতিবন্ধীদের মাঝে এ ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল মঙ্গলবার ১৫১ জন প্রতিবন্ধীর মধ্যে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল প্রদান করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপ-পরিচালক সাইয়েদা সুলতানার উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান জেলা সমাজসেবা পরিষদের আর্থিক সহায়তায় প্রতিবন্ধীর মধ্যে এ ত্রাণ সামগ্রী প্রদান করেন।

এবং পরবর্তীতে উপজেলা পর্যায়ে নিবন্ধিত সকল প্রতিবন্ধিদের মাঝে সমাজ সেবা পরিষদের সহায়তায় এ ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার শাকিল মাহমুদ,প্রদীপ কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি