রবিবার রাত ৯:৪৭, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

দুর্যুগ যেন ধান্ধার মহাসুযোগ

৪৮২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

‘করোনার’ আতঙ্কে বিশ্ব আতঙ্কিত। আতঙ্কের কমতি নেই বাংলাদেশেও। অথচ এই দুর্যোগের সুযোগ ব্যবহার করে একটি চক্র তৈরি করেছে একদল সুযোগ সন্ধানী। জড়িত হয়েছে পুলিশ সদস্যও এই চক্রে।

সেদিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজারে গিয়ে দেখা যায়, দশ টাকার মাস্ক বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায়। গ্রামের একজন সহজ সরল বৃদ্ধ বাজারে প্রবেশ করতেই পুলিশ তাকে কানে ধরায়।

কারণ তার মুখে মাস্ক ছিলো না। পুলিশ তাকে আটক করতেই একজন মাস্ক ব্যবসায়ী হাজির হয়।

পুলিশ তাকে ওই মাস্ক ব্যবসায়ীর কাছ থেকে মাস্ক কিনতে একরকম বাধ্য করে। পুলিশের ভয়ে ভীত বৃদ্ধ তার কাছ থেকে দশ টাকার মাস্ক কিনে পঞ্চাশ টাকায়। অথচ রাস্তার অপর পাশে একই মাস্ক বিক্রি হচ্ছে দশ টাকায়। বৃদ্ধকে দর-দামের সুযোগ না দিয়ে এমনভাবে চাপ প্রয়োগ করা হয় যে অসহায় গ্রামীণ বৃদ্ধ বাধ্য হয়ে যায়।

তোফায়েল আহমেদ : ময়মনসিংহ থেকে

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি