শনিবার বিকাল ৪:৫৭, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই নভেম্বর, ২০২৪ ইং

করোনা, মৃত্যু ও মানুষ

৪১৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মৃত্যু, সে তো আগেও ছিলো

থাকবে পৃথিবীর শেষ কাল অব্দি।
এখনো চলছে মৃত্যু-
এতোটা আতঙ্কিত হতে কখনো
দেখিনি আর মানুষকে।

মানুষ কতো সতর্ক, আতঙ্কিত
আর ভীত!
শুধু একটি শব্দে ‘করোনা!’
মৃত্যু এখন করোনার বর্ণে,
রূপ পাল্টে মৃত্যু এখন ‘করোনা।’
শক্তিধর প্রেসিডেন্টরা নতিস্বীকার
করেছে।

সমস্ত প্রচেষ্টা দাঁড় করিয়েছে
করোনার সম্মুখে।
বাধা মানেনি ‘করোনা,’
ছাপিয়ে যাচ্ছে সকল প্রতিরোধ।
আর টুশ টুশ করে ঝরে পড়া
চেরির মতো ঝরছে
মানুষের ‘প্রাণফল।’
পৃথিবী প্রথম দেখলো এমন
করুণ মৃত্যু।

ধরা যায়না, ছোঁয়া যায়না
শুশ্রূষার সুযোগটাও নেই।
মরছে মানুষ চোখের সামনেই।
গোসল নেই, কাফন নেই
নেই শেষকৃত্য, জানাযা।
সমস্ত প্রাণ আর আয়োজন
পেতেছে হাত তোমার রহম পেতে-
হ্যাঁ! ‘করোনা’ চলে যাবে।
মানুষও ভুলে যাবে।
মৃত্যু আসবে নতুন কোন রূপে-

২৫/০৩/২০

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি