স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক,
একটি মেয়ে,বউটাও থাকে চেয়ে।
স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।
চাল, ডাল, তেল নিয়ে
কখন ফিরবো বাড়ি।
উপোস আছে ঘরে
শুন্য পাতিল, হাড়ি।
স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।
তাইতো এ দুর্যোগে
তিন চাকার লগে।
দুটি টাকার সন্ধানে
ঘুরছি স্যার সবখানে।
স্যার,
আমি তো দিনমজুর
মারবেন কেন হুজুর?
সাহায্য পাই না, কেউ খুশি
তেলে মাথায় তেল পেয়ে।
স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক,
একটি মেয়ে,
বউটাও থাকে চেয়ে।
“””””””””””””””””””””””””””””””””””
Some text
ক্যাটাগরি: কবিতা, সমকালীন ভাবনা
[sharethis-inline-buttons]