জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জন্ম নেওয়া শিশুদের একটি করে তোয়ালে, মশারি ও মুজিব বর্ষের ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। সেই সাথে ছেলেশিশুর নাম মুজিবুর রহমান ও মেয়ে শিশুর নাম বঙ্গবন্ধুর মা’য়ের নাম রেনু রাখার জন্য পরিবারকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
জয়পুরহাট মা ও শিশু কল্যান কেন্দ্র মুজিব বর্ষের দিনে আয়োজিত এ উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় সহ মি ও শিশু কল্যান কেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জোবায়ের গালীব বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জয়পুরহাট জেলায় যত শিশু জন্ম নেবে, সেসব শিশুর পরিবারের হাতে উপহার হিসেবে দেওয়া হচ্ছে এসব সামগ্রী। আর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিশু জন্ম নিলে সেখানেও পৌঁছে যাবে পরিবার পরিকল্পনার টিম।
শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]