রবিবার সকাল ৭:৪৮, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার

৯৭১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের সদর উপজেলার পূরানপৈল এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসী গ্রুপ “কাদামাটি” এর সক্রিয় সদস্য জাকারিয়া হোসেন ওরফে রকির আস্তানায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৮টি ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমান উপকরণসহ তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

 

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত রকি দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী গ্রুপ “কাদামাটি”এর সক্রিয় সদস্য হিসেবে অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। আজ গভীর রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলার পূরানপৈল এলাকায় অবস্থিত তার গোপন আস্তানায় হানা দিয়ে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৮টি ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমান উপকরণসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত ওই শীর্ষ সন্ত্রাসীর নামে ১০টি সন্ত্রাসী মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি