জীবনটা এখন বড়ই রোবোটিক,
নভোথিয়েটারের মত অাত্মা কাঁপানো প্রদর্শনী,
নিত্য চলে থিয়েটারের জমজমাট ব্যবস্যায়
অভিনেতা/অভিনেত্রীর নিখুঁত মহড়া,
অঙ্কে অঙ্কে পরিবর্তিত নির্ভুল দৃশ্যপট
করে চিত্ত বিনোদনের মহা অায়োজন
চলনে বলনে অাচরণে ডিজিটাল পরিবর্তন,
গ্রাফিক্স ডিজাইনে সাজানো জীবনের প্রচ্ছদ,
চিত্রকর্ম যেনো ক্যালকুলাসের সূক্ষ্ণ হিসাব
মানব কম্পিউটারে চলে উলম্ব স্ক্যানিং;
শূণ্য ছুঁই ছুঁই করা ক্ষেত্রীয় পরিমাপ
গড়ে তোলে বিশালকায় জীবনের ক্ষেত্রফল।
কখনো শব্দ তরঙ্গ কখনো অালোক তরঙ্গ
রূপায়িত হয় তাড়িত বিদ্যুৎ তরঙ্গে;
পরতে পরতে কৃত্রিম সাজে জীবনের স্তর
স্বাদহীন গন্ধহীন বর্ণালীর রূপের ঝলকে
বিশ্ব ব্রহ্মাণ্ড নাচে গিটার তারের ঝংকারে;
ইথাইল অ্যালকোহল ছড়ায় মাদকীয় অাবেশ
স্পর্শকাতর চোখ নাক জিহ্বা সময়ে অসময়ে
কেবল খোঁজে তরতাজা মানব মাংস।
মোহাম্মদ সাইফুল ইসলাম
১৮/০৩/২০২০
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]