গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নুরবাগ আমবাগান এলাকায় হতদরিদ্র, অসহায় দুস্থ্য এবং রিক্সাচালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । করোনা প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে খাদ্যের সন্ধানে ঘর থেকে বের হতে না হয় এজন্য শনিবার কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ নিজ উদ্দোগে ৫ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে চাল,ডাল, পেয়াজ ও আলু বিতরণ করেন।
তিনি জানান প্রত্যেক পরিবার যাতে এক সপ্তাহ খেতে পারে ওই পরিমাণ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সরকারের নিদের্শনা মেনে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে। এছাড়াও করোনাভাইরস সতর্কতায় সরকারের বিভিন্ন বিধি নিষেধ মেনে চলার আহবান জানান তিনি। এসময় জেলা যুবলীগের সদস্য মনোয়ার হোসেন,উপজেলা যুবলীগের সদস্য স্বপন আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুদ পারভেজ,পৌর যুবলীগের সহ সভাপতি ইব্রাহীম খলিল বাবু উপস্থিত ছিলেন।
Some text
[sharethis-inline-buttons]