শনিবার দুপুর ১২:৪৯, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই নভেম্বর, ২০২৪ ইং

করোনা ভাইরাস প্রতিরোধ এবং দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

৫০৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার
(১৯ মার্চ)বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ এবং দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাজার মনিটরিং ও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের স্থিতিশীল রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন,সহ-সা:সম্পাদক এ্যাড.মোস্তাক আলম টুলু,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশ দত্ত টিটো, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হাবিবুল ইসলাম বাবলু,চাল কল সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজুসহ অন্যান্যরা।

সভায় আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ আলতাফ হোসেন, সহকারী পরিচালক ভোক্তা অধিকার শেখ সাদী, চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল,মেয়র প্রতিনিধি,আতাউর রহমানসহ ব্যবসায়ীগণ।

বাজার নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন।

নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি