একদিন মারা যাবো হৃদয় বন্দরের অন্দরে
ফিরে যাবো নতুন কোনো জগতের কেন্দ্রীয় অঞ্চলে,
অাপাত দৃশ্যমান দেহতরী রূপান্তরিত শিলালিপিতে
খোদাই করবে জীবনের চড়াই উৎরাই,
অপ্রকাশিত কাব্যগাঁথা ভালো করে পড়ে নিও।
ভিন্ন ভাষা পাঠোদ্ধারে কষ্ট হলে
নৃতাত্ত্বিক গবেষণায় সফল হবে বিশ্বাস রেখো;
মৃত্যুটা কাম্য শিমূল পলাশ কৃষ্ণচূড়ার রাঙানো উল্লাসে,
মরতে চাই না হ্যামলকের সুরা হাতে বিষক্রিয়ার ছটফটানিতে।
মৃত্যুটা হোক ভিন্ন কোনো নাটিকার মঞ্চ সাজিয়ে
যেথায় প্রতিটি খঞ্জরাঘাতে নতুন নতুন প্রতিবাদী জন্ম নিবে।
নিকট থেকে নিকটতরো রেটিনার গোলীয় দর্পন দীপন তীব্রতার মাত্রা বাড়িয়ে দিক
জীবনের যবনিকাপাত হোক ইতিহাসের নতুন অালেখ্য সৃষ্টি করে,
অগণিত প্রাণির মতো স্বাভাবিক মৃত্যুর মিছিলে কী এমন তৃপ্তি অাসে?
সাময়িক ক্রন্দন রোলে শব্দ দূষণে অাত্মার তেমন কী ফায়দা হবে!
জগৎ দেখবে, মানব শিখবে, নুসরাতদের প্রতিবাদী কন্ঠ
কত ডেসিবল মাত্রা ধারণ করে।
সাইফুল ইসলাম
Some text
[sharethis-inline-buttons]