শনিবার সকাল ৯:৪১, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই নভেম্বর, ২০২৪ ইং

মুজিববর্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য সাজে একুশে বইমেলা উদ্বোধন

৫৫৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মুজিববর্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য সাজে
অমর একুশে বই মেলার আলোচনা সভা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

(১৫ ফ্রেব্রুয়ারি) শনিবার বিকেল ৩ টায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ৭ দিন ব্যাপি এ বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।এ সময় বইমেলার তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন,সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

সভাটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জাকির হোসেন। এছাড়া একুশে এ বইমেলা বর্ণাঢ্য সাজ ও সার্বিক দায়িত্বে ছিলেন, এনডিসি আব্দুল কাইয়ুম খান।
সহযোগিতায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে স্থানীয় বিভিন্ন লেখকের ৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই গুলি হলো ডা. নাসিমা আক্তার জাহানের শতবর্ষের পদধ্বনি, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথের বিধু, মাহবুবা আখতারের নীলাদ্রি ছুঁয়ে দাও নীলপদ্ম, জেলা কবি সংসদের
(কবি বৃন্দের সমন্বিত কবিতা) কবি দর্পণ, জুলফিকার আলী জিল্লুরের ভুল টিকিটে যাত্রা, আবু সাঈদ সিদ্দিক এর মুক্তির গান।


মোড়ক উম্মোচন কালে কবি সংসদের কবি সুলতানা বেগম সহ কবি বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় মোট ২২ টি স্টল স্থান পায় এবং একুশে বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সেই সাথে আগামী ২১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম।

নুরে আলম শাহ:;ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি