রবিবার বিকাল ৫:৩৮, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

বড়াল নদী

৬৬৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শাহজাদপুরে বয়ে গেলে বড়াল নদী

স্মৃতির মানসপটে জড়িয়ে আছে রবি।
বড়াল নদীর তীর ঘেসে রয়েছে বাথান ভূমি
কৃষকদেরকে বাথানভূমি দানের ইতিহাসে জড়িত রবি।

কৃষক কূলের দুঃখ কষ্ট দেখে হন অনুতপ্ত রবি
যাহার বিনিময়ে দান করে যান বাথান ভূমি।
ফলশ্রুতিতে কৃষক কূল লালন পালন করেন গরু
বদন্যতা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন সম্মান পুরু।

সরকার নিয়েছে উদ্যোগ বাথানভূমিতে করবে বিশ্ববিদ্যালয় ভালো
সেইখান থেকে প্রজ্বলিত হবে জ্ঞানের আলো।
যাহার ফলে দৃষ্টি নন্দন হবে উচ্চশিক্ষার দ্বার
বিশ্বের মাঝে ফুটে উঠবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম।

সংস্কৃতি আর ঐতিহ্য ঘেরা শাহজাদপুর
কাচারি বাড়িতে আছে কবিগুরুর স্মৃতির মোড়।
কবি গুরুর নামকে সম্মান করে
প্রতিষ্ঠা করিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বড়াল নদীর তীরে।

হাজারো শিক্ষার্থীদের স্বপ্নের হবে ভালো
অন্ধকার দূর করে সৃষ্টি হবে আলো।
এই পূর্ণভূমিতে হেঁটেছেন রবি
জোৎস্না রাত্রের মধুমাখা সৌন্দর্যে হয়েছেন কবি।

শাহজাদপুরের কাচারিতে বসে লিখেন নানা গল্প
স্মৃতির মাঝ থেকে গল্প পোস্টমাস্টার এর অংশ অল্প।
লেখেছেন কবিতা তালগাছ
স্মৃতি হিসেবে এখানো রয়েছে করতোয়ার নদীর তীরের পাশ।

নাটক করেছে বিসর্জন রচনা
যাহার বিবরণে জড়িত আছে ত্রিপুরা রাজার জীবন করুনা।
আরও আছে নানা গল্প,প্রবন্ধ,ছড়া,নাটক যাহা করেছেন রচনা এই কচারিতে বসে
স্মৃতি বিজড়িত কাচারি বাড়িতে গেলে দেখা মিলে কবিগুরুর বসবাস গৃহের দৃশ্য।

হাজারো গ্রাম বা শহরের ভীড়ে
শাহাজপুর অবস্থিত কবিগুরুর বড়াল নদীর তীরে।
শ্রদ্ধা আর ভালোবাসায় আছেন রবীন্দ্রনাথ ঠাকুর
স্মৃতি আর লেখনীতে রইলো সহস্র পুষ্পের মাল্যদান।

  • রচনাকাল: শাহজাদপুর,সিরাজগঞ্জ,১০.২.২০২০ খ্রিস্টাব্দ।
  • গোলাম কিবরিয়া, অধ্যায়ণরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ।
  • তরুণ লেখক ও কবি এবং গবেষক।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি