ভালোবাসা! সে-তো মরীচিকা
কেন? তবে বলি শোন—
বিধবাদের ভালোবাসতে নেই
লোকে, কেলোংকিনী বলবে।
কারো পার্শে বসতে নেই
আড় চোখে তাকিয়ে থাকবে।
যদি হাসি খুশিতে দিন কাটায়
নির্লজ্জ বেহায়ায় ভূষিত হবে।
কারো সাথে কোথা বলবে?
চুপটি করে কান পেতে রবে।
বাড়িতে কে আসে যায় দেখতে!
অসংখ্য পাহারাদার মিলবে।
কারো বাড়ি বেড়াতে যাবে?
গিন্নি কর্তা বাবুকে নজরে রাখবে।
এটা নেই সেটা নেই বলে —-
পাঠিয়ে দিবে বাড়ির বাইরে।
দোকানে কাপড় কিনতে গেলে
বলার আগেই সাদা কাপড় দেখাবে
রঙ্গিন কাপড় পরলেতো কথা নেই
দেখো! দেখো! কত রং লেগেছে রে!
যতো কাজ দিনে সারতে হবে
তা’না হলে কৈফিয়ত দিতে হবে।
বেচারীর রাতে যদি কাজ থাকে
কি করবে বলো?
তবে, যত পারো ভালোবাসো—
শিশু-ফুল,লতা-পাতা,নদী-সাগর।
তখনও লোকে কি বলবে জানো–
স্বামী নেই বেচারীর কি আর করার!
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি::
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]