প্রতিক্ষিত বসন্ত দ্বারে
হৃদয় হিন্দোল গুনগুনিয়ে
কোকিল ডাকে কুহুতানে
কুঞ্জবন নতুনো সাজে।
ভ্রমণের গুঞ্জন কুঞ্জবনে
মৃদু বাতায়নে পুষ্প পল্লব
দুলে দুলে গুঞ্জরিত
সুভাষিত সারা বাতায়ন।
কিশোরীর এলো কেশে
শোভিত পুষ্প মাল্য
পদযুগল রাঙিয়ে আলতা
অঙ্গে জড়িয়ে বাসন্তী শাড়ী।
নুরে আলম শাহ : ঠাকুরগাঁও থেকে
১৩/০২/২০
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]