শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে সারাদিন ব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পুলিশ লাইন ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে হামদ-নাত, আযান ও কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, আমানতুল্লাহ ইসলামী স্কুল এন্ড কলেজ, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে হামদ-নাত প্রতিযোগিতায় ৩ জন, আযানে ৩ জন, কিরাতে ৩ জন প্রতিযোগিকে বিচারক মন্ডলী নির্বাচিত করে ফলাফল চূড়ান্ত করেন।
বিচারক মন্ডলীতে দায়িত্ব পালন করেন, সভাপতি পদে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান, সদস্য সচিব হিসেবে সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার (আরবি প্রভাষক)মোঃ শাহজাহান নেওয়াজ,পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক(ইসলাম শিক্ষা) বেলাল হোসাইন (সদস্য-১),ইসলামিক ফাউন্ডেশন,ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি,মুফতী মোঃ নাজমুল হুদা( সদস্য-২) প্রমুখ।
পরে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহ মোঃ নুরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান,
পুলিশ পরিদর্শক (ডিআইও ১)মোঃ নাজমুল আলম,সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার (আরবি প্রভাষক)মোঃ শাহজাহান নেওয়াজ
প্রমুখ।অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]